আপনি কি নতুন জাতীয় পরিচয় পত্র চান ?

 



জাতীয় পরিচয়পত্র নিবন্ধন একটি চলমান প্রক্রিয়া। যিনি বাংলাদেশের নাগরিক কিন্তু এখনও নিবন্ধিত হননি, আপনার বয়স যদি ১৮ বছর বা বেশি হয়ে থাকে কিন্তু এখনও ভোটার হিসেবে নিবন্ধিত হননি তাহলে Online (https://services.nidw.gov.bd/nid-pub/register-account ) এ ফরম পূরণ করে আপনার সিডিউল মোতাবেক সংশ্লিষ্ট উপজেলা/থানা নির্বাচন অফিসে যোগাযোগ করে বায়োমেট্রিক প্রদান করুন। বায়োমেট্রিক প্রদানের সময় আপনার কিছু সংযুক্ত কাগজ পত্র প্রয়োজন হবে, যা নিন্মরুপ-

• অনলাইনে পূরণকৃত ফর্মের প্রিন্ট কপি
• অঙ্গীকার নামা (ওয়েবসাইট থেকে ডাউনলোড করা যাবে)
• অনলাইন জন্ম সনদ এর সত্যায়িত কপি অথবা জন্ম সনদ যাচাই কপি।
• পাসপোর্ট / ড্রাইভিং লাইসেন্স / টি.আই.এন
• ইউটিলিটি বিলের কপি/বাড়ী ভাড়ার রশিদ/হোল্ডিং ট্যাক্স রশিদ – (ঐ এলাকায় সচরাচর বসবাস করেন এরুপ কোন প্রমান)
• নাগরিকত্বের সনদ
• বাবা, মা, স্বামী/ স্ত্রীর আই.ডি কার্ডের কপি(প্রযোজ্য ক্ষেত্রে)

• রক্ত পরীক্ষার রিপোর্ট।

সংযুক্তি

Comments

Popular posts from this blog

কোন বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা কবে?

ইউজিসি’র ওয়েবলিংকের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থী টিকার নিবন্ধন করতে।

অনলাইনে ফর্ম ফিলাপ করার সময় যেসব বিষয় মনে রাখতে হবে।