অনলাইনে ফর্ম ফিলাপ করার সময় যেসব বিষয় মনে রাখতে হবে।
গুরুত্বপূর্ন নির্দেশিকাঃ
- যারা একটা বা দুইটা টিকা দিয়েছেন, আপনারা আপনার ইনফরমেশন দিবেন। মনে করেন একটা টিকা দিয়েছেন এখন একটা তারিখ দিবেন যেই তারিখে আপনি টিকা দিয়েছেন। পরবর্তীতে আবার যখন দিবেন তখন আবার "Update Vaccine Info" গিয়ে তারিখ আপডেট করে দিবেন।
- যাদের ন্যাশনাল আইডি আছে, তারাও রেজিস্ট্রেশন করে ইনফরমেশন দিবেন এবং পরে সুরক্ষায় রেজিস্ট্রেশন করবেন, এসএমএস আসলে টিকা দিবেন।
- যাদের ন্যাশনাল আইডি নাই তারা জন্মনিবন্ধন দিয়ে রেজিস্ট্রেশন করবেন। রেজিস্ট্রেশন করার পর কিছু দিনের মধ্যে আপনার তথ্য সুরক্ষায় পাঠানো হবে। তখন আপনি সুরক্ষায় আবার আবেদন করতে পারবেন। আবেদনের পর আপনার মেসেজ আসলে টিকা দিয়ে আবার তথ্য Update Vaccine Info আপডেট করবেন।
যাদের ১৭ ডিজিটের জন্ম নিবন্ধন নাই তারা আগে চেঞ্জ করে নিয়ে আসবেন। যাআ করে ফেলেছেন তাদের আপডেট করার একটা সুযোগ আসবে আশা করি। নিয়মিত চোখ রাখবেন। কারন, তথ্যে ভূল থাকলে সুরক্ষায় আপনার রেজিস্ট্রেশন নাও হতে পারে।
অনলাইনে ফর্ম ফিলাপ করার সময় মনে রাখবেনঃ
ইমেইল অবশ্যই একটিভ এবং সঠিক ইমেইল দিতে হবে
- Are you vaccinated? একটা ও যদি দেন তাহলে ইয়েস দিয়ে রেজিস্ট্রেশন করবেন। না হলে নো ক্লিক করবেন।
- Do you have National ID (NID)? ন্যাশনাল আইডি থাকলে ইয়েস দিয়ে রেজিস্টেশন করবেন। না হলে নো ক্লিক করবেন।
- Do you have Birth Certificate? ন্যাশনাল আইডি না থাকলে এবং জন্ম নিবন্ধন থাকলে ইয়েস দিয়ে রেজিস্ট্রেশন করবেন। না হলে জন্ম নিবন্ধন করে রেজিস্ট্রেশন করবেন।
বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের টিকা-নিবন্ধনের সুবিধার্থে ওয়েবলিংক( https://univac.ugc.gov.bd ) চালু করেছে UGC। জাতীয় পরিচয়পত্র নেই, তাঁরা জন্মনিবন্ধন সনদ দিয়ে লিংকে গিয়ে টিকার জন্য প্রাথমিক-নিবন্ধন করুন ।
যেকোন সমস্যার সমাধান পেতে জয়েন করুন Help Group: https://facebook.com/groups/univac.support আপনাদের সবাইকে এই গ্রুপে এড করান কারন সমস্যা হলে আশা করি সমাধান হবে এই গ্রুপে।
Comments
Post a Comment